রোনালদোদের সাবেক কোচ এখন লেভানদোভস্কিদের 

কাতার বিশ্বকাপ ব্যর্থতায় পারস্পরিক সমঝোতায় পর্তুগালের কোচের পদ ছেড়েছেন ফার্নান্দো সান্তোস। নতুন চাকরি পেতে তার সময়ও লাগলো না। কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে রবের্ত লেভানদোভস্কিদের পোল্যান্ড। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি সেজারি কুলেসজা।

মূলত চুক্তির আগের দিনই টুইটারে সান্তোসের সঙ্গে একটি ছবি পোস্ট করার মধ্য দিয়ে সব কিছুর আগাম ইঙ্গিত দেন কুলেসজা। সেখানে লিখেছেন, ‘নারোদোভি স্টেডিয়ামে কনফারেন্সে তোমার সঙ্গে দেখা হচ্ছে।’

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে রোনালদোদের বিদায় নেওয়ার পর নতুনভাবে শুরু করতে চেয়েছে পর্তুগাল। তাই গত ডিসেম্বরে দুই পক্ষের সমঝোতাতে চাকরি ছাড়েন সান্তোস। তবে পর্তুগিজদের হয়ে সাফল্যের পাল্লা ভারি হওয়াতেই তাকে নিজেদের কোচ হিসেবে বেছে নিয়েছে পোল্যান্ড।     

নিজেদের নতুন সূচনায় সান্তোসকে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তারা। পোল্যান্ড ফুটবল প্রধানের আনুষ্ঠানিক ঘোষণার আগেই সান্তোসের নিয়োগের জন্য কুলেসজাকে অভিনন্দন জানিয়েছেন দেশটির ক্রীড়া ও পর্যটন মন্ত্রী কামিল বর্তনিচুক।

সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক চুক্তির পর পোল্যান্ড ফুটবল প্রধান জানিয়েছেন, ‘আমরা এমন একজন কোচ চেয়েছিলাম, যার জাতীয় দলের ভার সামলানোর অভিজ্ঞতা আছে। সবার আগে সফল একজনকেই চেয়েছি। যাকে (সান্তোস) আমরা নিয়োগ দিলাম।’  

পর্তুগালকে ২০১৬ ইউরো জিতিয়েছেন সান্তোস। তার অধীনে রোনালদোর নেতৃত্বে নেশন্স লিগের শিরোপাও জিতেছে ২০১৮-১৯ মৌসুমে। তার আগে চার বছরের জন্য গ্রিসের কোচ ছিলেন। পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সান্তোস দুটি টুর্নামেন্টে বাছাই পর্বের লক্ষ্য নিয়ে কাজ করবেন। একটি ২০২৪ ইউরো ও ২০২৬ বিশ্বকাপ।  
  
বিশ্বকাপে পোল্যান্ডের কোচ ছিলেন মিচনিউইচ। তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ডিসেম্বরে। এর পর তার মেয়াদ বাড়াতে রাজি ছিল না পোল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। অবশ্য তার অধীনেই পোল্যান্ড ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে নকআউট পর্বে খেলেছে।