মাইলফলকের ম্যাচ জেতালেন পেদ্রি

জিরোনার বিপক্ষে শততম ম্যাচে দলের জয়সূচক গোল। অথচ শুরুতে মাঠে নামারই কথা ছিল না পেদ্রির। বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেস তাকে বিশ্রামে রাখতে চেয়েছিলেন। কিন্তু নিয়তি তার জন্য মাইলফলকের ম্যাচটা ভিন্নভাবে নির্ধারণ করে রেখেছিল। তাইতো ওসমান দেম্বেলের ইনজুরিতে মাঠে নেমে লা লিগায় কাঙ্ক্ষিত তিন পয়েন্ট পাইয়ে দিতে অবদান রাখলেন ২০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার। বার্সা জিতেছে ১-০ গোলে।

প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলা বার্সা একটি সুযোগও কাজে লাগাতে পারেনি। ১৪ মিনিটে দেম্বেলে জিরোনা গোলকিপারকে পরীক্ষায় ফেলতে চেয়েছিলেন। যার জবাবটা দারুণ সেভে দিয়েছেন পাউলো গাজ্জানিগা। তার ১১ মিনিট পরই দুর্ভাগ্যজনক চোটে মাঠ ছেড়েছেন দেম্বেলে। এর পর গোলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়েছে বার্সার। অবশেষে ৬১ মিনিটে গোলমুখ খুলেছেন পেদ্রি। লো ক্রসে পেদ্রিকে বল এগিয়ে দিয়েছিলেন জর্ডি আলবা। তার পর জাল কাঁপিয়ে দলকে অগ্রগামিতা এনে দিয়েছেন। এর আগে অবশ্য ডান প্রান্ত থেকে বলকে কৌশলে আনতে হয়েছে বামপ্রান্তে। তিন মিনিট পর জিরোনার আরনাউ মার্তিনেজ সমতা ফেরালেও অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে তা।

শেষ দিকে অবশ্য রেফারি ফ্রি কিক না দেওয়ায় প্রতিবাদ করে লাল কার্ড দেখেন জিরোনা কোচ মাইকেল।

একটি ম্যাচ বেশি খেললেও এই জয় শীর্ষে থাকা বার্সাকে ৬ পয়েন্টে এগিয়ে রেখেছে। ১৮ ম্যাচে তাদের সংগ্রহ ৪৭। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৪১।