দারুণ জয়ে খুশি বাংলাদেশের কোচ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। নেপালকে হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে। নিজেদের মাঠে এমন জয়ের পর বাংলাদেশ শিবির উচ্ছ্বসিত।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম ম্যাচে জয় পেয়ে এগিয়ে গেলো বাংলাদেশ। সুগম হলো ফাইনালের পথ। ম্যাচ শেষে স্বাগতিক দলের কোচ গোলাম রব্বানী ছোটন উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘আজ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা খেলা ছিল। জেতা দরকার ছিল। জয় পাওয়ার কারণে মেয়েদের ধন্যবাদ জানাই। এখনই ফাইনাল নিয়ে ভাবছি না। আগেও বলেছি, আমার লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলা, জয়লাভ করা। প্রথম লক্ষ্য মেয়েরা পূরণ করতে পেরেছে। আশা করি, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।’

লিগের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। শক্তিশালী দলটির বিপক্ষে ম্যাচে খেলার আগে আত্মবিশ্বাসী ছোটন, ‘ভারত এই অঞ্চলের (ফুটবলে) ৫০ বছর ধরেই শক্তিশালী। কিন্তু আমাদের মেয়েরা আগেও অনূর্ধ্ব-১৫, ১৮, ১৯ বয়সভিত্তিক পর্যায়ে মুখোমুখি হয়েছে। ভালো ফুটবল খেলার এবং জয়ের রেকর্ডও আছে। আশা করি ভারতের বিপক্ষে ম্যাচটিও ভালো একটা ম্যাচ হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামবো।’

সাফ ৩

নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরুং ম্যাচ হেরে বিষণ্ণ কণ্ঠে বলেছেন, ‘আমাদের খেলোয়াড়রা গোছালো ছিল না। ওরা দুই মিনিটের মাথায় গোল পেলো। এরপর আরেকটি গোল হজম করলাম। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। আমি মনে করি টার্নিং পয়েন্ট হচ্ছে প্রথম গোল। আমরা নার্ভাস ছিলাম না। সমস্যা ছিল, আমরা গোছালো ছিলাম না।’