সাফে খেলবে রাশিয়া!

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে সাধারণত এই অঞ্চলের দেশগুলোর খেলোয়াড়রাই অংশ নিয়ে থাকে। বয়সভিত্তিক থেকে সিনিয়রদের আসরেও একই অবস্থা। তবে এবার কিছুটা ব্যতিক্রম হতে যাচ্ছে। আগামী ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারত ছাড়াও অন্যদেশগুলোর সঙ্গে থাকছে রাশিয়া!

এবারের টুর্নামেন্টে আর্থিক পৃষ্ঠপোষকতা করতে যাচ্ছে ইউরোপিয় ফুটবল সংস্থা উয়েফা। উয়েফার অনুরোধে সাফের এই বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলবে রাশিয়া।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, ‘সাফের চার দলের সঙ্গে  ইউরোপের প্রতিনিধি হিসেবে এবার থাকছে মস্কো। ওরা বয়সভিত্তিক আসরে অন্যদের সঙ্গে মার্চে খেলতে আসবে।’

এই টুর্নামেন্টের ভেনু কমলাপুর হলেও রয়েছে দুশ্চিন্তা। টার্ফের অবস্থা তেমন একটা সুবিধার না হওয়ায় বিকল্প ভেন্যুতেও খেলার ইঙ্গিত‌ও রয়েছে।