ব্রাজিলিয়ানের জায়গায় নাইজেরিয়ান স্ট্রাইকার নিলো আবাহনী

অনেক আশা নিয়ে এই মৌসুমের শুরু থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গেটারসনকে নিয়েছিল আবাহনী লিমিটেড। কিন্তু চোট ও অন্যান্য কারণে তার সার্ভিস ঠিক মতো পাওয়া হয়নি। অধিকাংশ সময়ে মাঠের বাইরে থাকতে হয়েছে। যে কারণে কম ভুগতে হয়নি আকাশী-নীল জার্সিধারীদের। তাই প্রিমিয়ার লিগে মধ্যবর্তী দলবদলে গেটারসনের জায়গায় পরীক্ষিত নাইজেরিয়ান এমেকা ওগবুগকে দলভুক্ত করেছে আবাহনী।

২০২১-২২ মৌসুমে সাইফের হয়ে প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ১২ গোল করেছিলেন এমেকা। এবার তাকে ঘিরে আশাবাদী আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস, ‘আমরা গেটারসনের জায়গায় ওগবুগকে নিয়েছি। আশা করছি, তার কাছ থেকে কাঙ্ক্ষিত পারফরম্যান্স পাওয়া যাবে।’

পয়েন্ট টেবিলে এই মৌসুমে প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের পরই আবাহনীর অবস্থান। এছাড়া ফেডারেশন কাপ ও সুপার কাপ তো রয়েছেই। এখন কলিনদ্রেস-ওগুবুগের হাত ধরে তাই বাকি খেলাগুলোয় সাফল্য চাইছে তারা।