বাংলাদেশে শিরোপা জিতে দেশে ফিরতে চায় রাশিয়া

প্রথমবার সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েছে রাশিয়া। লক্ষ্যও নির্ধারণ করেছে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশটি। শিরোপা জিতেই দেশে ফেরার পরিকল্পনা তাদের।

আগামীকাল সোমবার থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ  শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে টুর্নামেন্টে। আজ সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছে দলটি।

রাশিয়ার কোচ ইয়েলেনা মেদভেদ বলেছেন, ‘আমাদের দলের জন্য চমৎকার টুর্নামেন্ট হতে যাচ্ছে। এশিয়া অঞ্চলে আমরা কখনোই অংশ নেইনি। এমন টুর্নামেন্টের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমরা আরও অনেক কিছু বলতে পারবো, যখন টুর্নামেন্ট শেষ হবে।’

এশিয়া ও ইউরোপে খেলার মানসিকতা নিয়েও কথা বললেন কোচ, ‘ইউরোপ এবং এশিয়া টুর্নামেন্টের জন্য এখানকার আবহাওয়ায় পার্থক্য আছে। এশিয়া এবং ইউরোপের তুলনা করা ঠিক হবে না। কারণ ইউরোপ ও এশিয়া ভিন্ন মানসিকতা নিয়ে খেলে থাকে। আমরা যেটা বলতে পারি যে, অনেক মানুষ এবং এখানে অনেক ট্রাফিক জ্যাম। সময় মেনে অনুশীলনে যাওয়া এবং ম্যাচে অংশ নেওয়াই আমাদের এখন কাজ।’

দুই মাস আগে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণপত্র পেয়ে তুরস্কে অনুশীলন ক্যাম্প করেছে রাশিয়া। দুইটি প্রস্তুতি ম্যাচও খেলা হয়েছে। ঢাকার টুর্নামেন্টে রাশিয়া ছাড়াও বাংলাদেশ ও ভারতের মতো দল রয়েছে। 

তবে রাশিয়ার কোচ বললেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রতিপক্ষ সম্পর্কে তেমন জানা নেই। কারণ সেরকম তথ্য পাইনি। যখন আমরা সিনিয়র জাতীয় দল সম্পর্কে জানতে চাই তখন সবই পাওয়া যায় কিন্তু বয়সভিত্তিক দলগুলো সম্পর্কে তথ্য সেভাবে পাওয়া যায় না। কোনও কিছু খুঁজে পাওয়া খুবই কঠিন।’

স্বাগতিক বাংলাদেশ প্রসঙ্গ আসতেই কোচ জানালেন, ‘বাংলাদেশ দল সম্পর্কে কিছু বলা খুবই কঠিন আমাদের কাছে। কারণ এই দল সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা শুধু বলতে পারি যে, দুই-তিন বছর আগে ভারতের সঙ্গে খেলেছিলাম। আর অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে চাই। প্রতিটা দলই চায় চ্যাম্পিয়ন হতে। শিরোপা জিতে রাশিয়া নিয়ে যেতে চাই।’