আন্তর্জাতিক বিরতিতে মাঠে নেই হাল্যান্ড

ম্যানচেস্টার সিটির জার্সিতে দুই ম্যাচে ৮ গোল করে উড়ছিলেন আর্লিং হাল্যান্ড। তাকে নিয়ে সতর্ক ছিল স্পেন ও জর্জিয়া। তাদের জন্য স্বস্তির খবর, নরওয়ের স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ২২ বছর বয়সী স্ট্রাইকার।

মঙ্গলবার নরওয়েজিয়ান এফএ জানায়, ইনজুরির কারণে স্পেন ও জর্জিয়ার বিপক্ষে খেলবেন না হাল্যান্ড। গত শনিবার বার্নলির বিপক্ষে ৬-০ গোলে জেতার ম্যাচে কুঁচকির সমস্যায় পড়েন তিনি। ম্যাচ খেলতে নরওয়ে স্কোয়াডে যোগ দেওয়ার পর মেডিক্যাল স্টাফদের পর্যবেক্ষণে তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। চিকিৎসার জন্য তিনি আবার ইতিহাদে ফিরে এসেছেন।

সূত্রগুলো বলেছে, পূর্বসতর্কতার কারণে হাল্যান্ড নাম প্রত্যাহার করেছেন। আগামী ১ এপ্রিল লিভারপুলকে আতিথেয়তা দেওয়ার ম্যাচে খেলবেন তিনি।

বার্নলির বিপক্ষে মৌসুমের ষষ্ঠ হ্যাটট্রিক করেন হাল্যান্ড। আগের ম্যাচে চ্যাম্পিয়নস লিগে আরবি লাইপজিগের বিপক্ষে ছিল ৫ গোল। এক মৌসুমে সিটির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এরই মধ্যে ভেঙে ফেলেছেন তিনি। এই ফর্ম জাতীয় দলের হয়েও হয়তো দেখাতেন, কিন্তু চোট বাধা হয়ে দাঁড়ালো।