X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

আইপিএলের মতো একই দিনে শুরু পিএসএল

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৫, ১৪:০৪আপডেট : ১৩ মে ২০২৫, ১৪:২৮

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে স্বল্প সময়ের জন্য স্থগিত ছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বন্ধ হয়ে যায় আইপিএলও। গতকাল সোমবার আইপিএল কর্তৃপক্ষ ১৭ মে থেকে বাকি অংশ শুরুর কথা জানিয়েছে। একদিন পর পিএসএল কর্তৃপক্ষও জানালো, চলতি মাসের ১৭ তারিখে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)! 

সংঘাতের জেরে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে গত সপ্তাহে একটি ভারতীয় ড্রোন বিধ্বস্ত হওয়ায় পিএসএলকে সংযুক্ত আমিরাতে সরিয়ে নেওয়ার আলোচনা উঠে। তার পর অবশ্য স্থগিতই হয়ে যায় এই টুর্নামেন্ট। 

সর্বশেষ মঙ্গলবার প্ল্যাটফর্ম এক্সে পিসিবি প্রধান মোহসিন নাকভি জানান, লিগের বাকি ৮ ম্যাচ শুরু হবে ১৭ মে, ‘দশম আসর যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই পিএসএল শুরু হচ্ছে। ৬টি দল, যাদের নেই ভয়। এখন ১৭ মে থেকে শুরু হতে যাওয়া রোমাঞ্চকর ৮টি ম্যাচের জন্য প্রস্তুত হন। যার ফাইনাল হবে ২৫ মে। সব দলকে শুভকামনা।’

শুরুর দিনক্ষণ জানালেও এখনও সূচির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি পিসিবি। জানা গেছে, হয়তো খুব শিগগিরই তারা সূচি প্রকাশ করবে। নাকভির টুইট আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও জানা গেছে, সবগুলো ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। 

পিএসএল শুরু করার জন্য সোমবার সভায় বসেছিল কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে নির্ধারিত তারিখ ও সূচি নিয়ে কথা হয়েছে। তবে সবচেয়ে দুশ্চিন্তার বিষয়টি হচ্ছে বিদেশি খেলোয়াড়দের প্রাপ্তির বিষয়টি। ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি খেলোয়াড়কে হয়তো আর পাওয়া যাবে না। অনেকে হয়তো পাওয়ার ব্যাপারে আশাবাদীও। কিন্তু পিসিবি সেসব ক্ষেত্রের জন্য একটা রিপ্লেসমেন্ট ড্রাফটের পরিকল্পনা করে রেখেছে। 

এদিকে, পিএসএলের নতুন তারিখ নির্ধারিত হওয়ায় সেটা বাংলাদেশ-পাকিস্তান সিরিজে একটা প্রভাব ফেলছে। দুই দলের প্রথম টি-টোয়েন্টির দিনেই পিএসএল ফাইনাল অনুষ্ঠিত হবে। তার মানে সিরিজের আগের সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হবে স্বাগতিক বোর্ড। 

/এফআইআর/   
সম্পর্কিত
পিএসএলের বিদেশি খেলোয়াড়দের নিয়ে মন্তব্যের পর ক্ষমা চাইলেন রিশাদ 
পিএসএলের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে করার পরিকল্পনা
ভারত-পাকিস্তান সংঘাত: সূচি অনুযায়ী মাঠে গড়াবে পিএসএল 
সর্বশেষ খবর
সিঙ্গাপুর থেকে আসবে ৫৮৪ কোটি টাকার এলএনজি
সিঙ্গাপুর থেকে আসবে ৫৮৪ কোটি টাকার এলএনজি
রংপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
রংপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
কমলো বিমানের জ্বালানি তেলের দাম
কমলো বিমানের জ্বালানি তেলের দাম
আগামী দিনেও গণমানুষের সাংবাদিকতা করবে বাংলা ট্রিবিউন: শুভেচ্ছাবার্তায় সাইফুল হক
আগামী দিনেও গণমানুষের সাংবাদিকতা করবে বাংলা ট্রিবিউন: শুভেচ্ছাবার্তায় সাইফুল হক
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি