দর্শকের ফোনে রিপ্লে দেখে গোল বাতিল, নিষিদ্ধ রেফারি

ফুটবলে কোনও গোল নিয়ে সংশয় থাকলে সাধারণত প্রযুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়ার চর্চা রয়েছে। রেফারি পিচ সাইড মনিটরে রিপ্লে দেখে তার রায় দেন। কিন্তু মিশরের দ্বিতীয় বিভাগীয় ফুটবলের একটি ম্যাচে যা ঘটলো, তা শুনলে চোখ ছানাবড়া না হয়ে পারবে না। ভিএআর নেই, রেফারি বিকল্প পদ্ধতি হিসেবে দর্শকের ফোনে রিপ্লে দেখলেন এবং হ্যান্ডবলের কারণে বাতিল করলেন শেষ দিকের গোল!

আল নাসর ও সুয়েজের মধ্যকার ম্যাচে ঘটেছে এমন ঘটনা। স্বাগতিক সুয়েজ ২-১ গোলে এগিয়ে ছিল শেষ সময় পর্যন্ত। আল নাসর নাটকীয় গোলে সমতা ফেরায়, নিশ্চিত হয় তাদের এক পয়েন্ট।

কিন্তু ঘরের মাঠের দর্শকরা তা মানতে চায়নি। তারা মাঠে ঢুকে পড়ে এবং তাদের তীব্র বিরোধিতার মুখে রেফারি মোহাম্মদ ফারুক এক দর্শকের ফোন ব্যবহার করে গোলের রিপ্লে দেখেন। পরে জানান, গোল করার সময় আল নাসরের এক খেলোয়াড়ের হাতে লেগেছিল বল। গোলটি বাতিল করা হয়। রিপ্লে দেখার সময় স্টেডিয়াম স্টাফরা বেষ্টনী তৈরি করেছিল ফারুককে ঘিরে।

গোল বাতিলের পর অতিথি খেলোয়াড় ও সমর্থকদের তোপের মুখে পড়েন ফারুক। তাকে পুলিশি প্রহরায় মাঠ থেকে বের করে নেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি। নিয়ম ভঙ্গ করায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে আল নাসর স্টাফরা।

তবে এর আগেই শাস্তি পেয়ে গেছেন ফারুক। ম্যাচে তার যারা সহায়তাকারী ছিলেন তাদেরসহ তাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছেন মিশরীয় রেফারি কমিটির প্রধান ভিতর পেরেইরা। তার বিরুদ্ধে তদন্তও করা হবে বলে তিনি জানান।