কেইনের রেকর্ড গোলে ৬২ বছর পর ইংল্যান্ডের ইতালি জয়

হ্যারি কেইন হলেন ইংল্যান্ডের সর্বকালের শীর্ষ গোলদাতা। তার রেকর্ড গড়া ম্যাচে ১৯৬১ সালের পর ইতালিতে প্রথম জয় পেলো ইংল্যান্ড। ইউরো ২০২৪ বাছাইয়ে তাদের শুরু হলো ২-১ গোলের জয়ে।

৪৪তম মিনিটে ইতিহাসের পাতায় নাম লেখান কেইন। পেনাল্টি থেকে জিয়ানলুইজি দোনারুম্মাকে পরাস্ত করে ৫৪তম গোলের দেখা পান, পেছনে ফেলেন আগের রেকর্ড গোলদাতা ওয়েন রুনিকে।

ডেকলান রাইস ইংল্যান্ডকে লিড এনে দেন। ১৩ মিনিটে কেইনের শট ব্লকড হলে খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেন তিনি। বিরতির আগে দিয়ে পেনাল্টির সুযোগ পান কেইন। কিন্তু ফ্রান্সের বিপক্ষে গত বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিসের স্মৃতি হয়তো মনে ফিরে এসেছিল। সেটা ভুলে ঠিক ২-০ করেন কেইন।

নেপলসে এক দশকে প্রথম আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের ভুলে ম্যাচে ফেরে ইতালি। হ্যারি মাগুইরের ভুলের মাশুল দেয় ইংল্যান্ড। ৫৬ মিনিটে মাতেও রেতেগুই গোল করে তার অভিষেক ম্যাচ স্মরণীয় করেন। লুক শ দ্বিতীয় হলুদ কার্ড দেখলে শেষ ১০ মিনিট চাপ নিয়ে খেলেছে ইংল্যান্ড। অবশ্য ১০ জনের দলকে পেয়েও পয়েন্ট আদায় করতে পারেনি স্বাগতিকরা। ৬২ বছর পর ইতালিতে প্রথমবার জেতে থ্রি লায়নরা।