নতুন অধ্যায়ে স্পেনের শুভ সূচনা

কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছিল স্পেন। ওই ব্যর্থতার পর শনিবার তারা প্রথম ম্যাচ খেলতে নামলো। লুইস দে লা ফুয়েন্তের অধীনে তাদের নতুন যুগ শুরু হলো দারুণ জয়ে। ইউরো ২০২৪ বাছাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে তারা নরওয়েকে হারালো ৩-০ গোলে।

১৩তম মিনিটে উইঙ্গার দানি ওলমোর গোলে এগিয়ে যায় স্পেন। ডিফেন্ডার আলেজান্দ্রো বালদের বানিয়ে দেওয়া বল ফ্লিক করে জাল কাঁপান তিনি।

স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করে অনেকক্ষণ পর। ৮৪তম মিনিটে বদলি স্ট্রাইকার জোসেলু মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজের চমৎকার ক্রস থেকে জাল কাঁপান। জাতীয় দলে অভিষেক ম্যাচে বদলি নামার তিন মিনিট পরই গোল করেন তিনি। ৩২ বছর বয়সী এক মিনিট পরই ৩-০ করেন।

নতুন কোচের অধীনে স্পেন নতুনভাবে তৈরি হচ্ছে। বল দখলে রাখার চেয়ে সরাসরি গোল করাতেই মনোযোগ তাদের।

এদিকে নরওয়ে এই ম্যাচ খেলতে নেমেছিল তাদের তারকা আর্লিং হাল্যান্ডকে ছাড়াই। কুচকির ইনজুরিতে খেলেননি ম্যানসিটি স্ট্রাইকার। মার্টিন ওডেগার্ড, ফ্রেডরিক অরসনেস ও আলেক্সান্ডার সোরলথের সুযোগ নষ্টের খেসারত দিয়েছে তারা বড় হারে।

আগামী মঙ্গলবার স্পেন গ্লাসগোতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে। নরওয়ে খেলবে জর্জিয়ার মাঠে।