‘এই পতাকার জন্যই তো আমরা খেলছি’

আগের দিন বিকালে সেশেলসকে হারিয়েছে বাংলাদেশ। অনেক দিন পর ম্যাচ খেলতে নেমে তারিক কাজীর গোলে জয় এসেছে। এমন জয়ের পর ফুরফুরে মেজাজে দেখা গেলো জামাল-তপুদের। তার ওপর আজ স্বাধীনতা দিবস। সিলেট জেলা স্টেডিয়ামে তাই ভিন্ন মেজাজে অনুশীলন করেছেন সবাই। মাঠে নামার আগে লাল-সবুজ পতাকা জড়িয়ে অন্যরকম ভালোবাসা প্রদর্শন করলেন সবাই।

এমনিতে সবাই লাল-সবুজ জার্সি গায়ে নিয়মিত অনুশীলন করে থাকেন। আজ সবাই মনে করে মাঠে দেশের পতাকা নিয়ে আসেন। অনুশীলন শুরুর ঠিক আগে সবাই মিলে পতাকা সামনে রেখে ছবিও তুললেন। এ যেন দেশের প্রতি তাদের নিখাঁদ ভালোবাসার বহিঃপ্রকাশ।  

দলের অন্যতম ডিফেন্ডার তপু বর্মণ নিজের অনুশীলন জার্সিতে জিপিএস ডিভাইস লাগানোর সময় স্বাধীনতা দিবসের কথা ওঠাতেই বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমরা সবসময় দেশের জন্য খেলে থাকি। লাল-সবুজ পতাকাই আমাদের প্রাণ। এই পতাকার জন্যই তো আমরা খেলছি। আজ স্বাধীনতা দিবস। তাই দেশের পতাকা নিয়ে মাঠে এসেছি। তা জড়িয়ে সবাই অন্যরকম আনন্দ পেয়েছি।’

অনুশীলনে আগের মতোই ঘাম ঝরান সবাই। হাভিয়ের কাবরেরা কয়েকটি গ্রুপে বিভক্ত করে অনুশীলন করিয়েছেন। নিজেদের মধ্যে বন্ধনটা আরও জোরালো করার চেষ্টা। সবকিছুই ২৮ মার্চ সেশেলস ম্যাচের জন্য। যদিও আফ্রিকার দলটি আজ কোনও অনুশীলনই করেনি। 

প্রথম ম্যাচে বাংলাদেশ জিতলেও সমর্থকদের মন ভরাতে পারেনি। পরের ম্যাচ আরও গোছালো খেলার আশাবাদ তপুর, ‘আসলে বিল্ড আপ ফুটবলে সবাইকে দায়িত্ব নিতে হবে। বিশেষ করে সামনে দিকে যারা আছেন, খেলছেন। আশা করছি পরের ম্যাচে আমরা আরও গোল পাবো। ম্যাচ জিতেই মাঠ ছাড়তে পারবো।’