আর্জেন্টাইন সতীর্থদেরকে মেসি বলেছেন, তিনি পিএসজিতে থাকছেন!

চ্যাম্পিয়নস লিগে আরেকটি ব্যর্থতায় লিওনেল মেসিকে আনার উদ্দেশ্য আবারও ধুলোয় মিশেছে। তাই আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে নতুন করে চুক্তিতে আগ্রহী নেই পিএসজির। আরেকটি গুঞ্জন, ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের কঠিন শর্ত মেনে তাকে রাখতে চাইছে না ফরাসি চ্যাম্পিয়নরা। কিন্তু মেসি সবশেষ আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের সতীর্থদের বলেছেন, তিনি পিএসজিতেই থাকছেন।

স্পোর্টসমেইল এক প্রতিবেদনে জানায়, ইউরোপ মিশন শেষে মেসি মেজর লিগ সকারে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে আরও কিছুদিন খেলতে চান পিএসজিতে। মঙ্গলবার কুরাসাওর বিপক্ষে ৭-০ গোলে আর্জেন্টিনার জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। সতীর্থদের সঙ্গে তখনই পিএসজি ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। 

তবে পিএসজির সঙ্গে চুক্তির ব্যাপারটি এখনও টেবিলেই রয়েছে। মেসির বাবা হোর্হে দুই পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা করছেন। পিএসজির নতুন প্রজেক্ট ভালোভাবে বুঝে আরেকটি চ্যাম্পিয়নস লিগ জয়ের অভিলাষ নিয়ে পার্ক দে প্রিন্সেসে নতুন চুক্তি করতে চান এলএমটেন।