ইন্দোনেশিয়ার শাস্তিতে কপাল খুলছে আর্জেন্টিনার!

ইসরায়েলকে আতিথ্য দিতে অস্বীকৃতি জানানোয় এই বছরের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব হারায় ইন্দোনেশিয়া। ফিফা তাদের স্বত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণের পর আর্জেন্টিনা নড়েচড়ে বসেছে। তারা এই বছরের বিশ্বকাপ আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে বিড করেছে।

বড়ধরনের কিছু না হলে আর্জেন্টিনায় হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। তাতে কোয়ালিফায়ারে বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ না করলেও আয়োজক হওয়ার সুবাদে টিকিট পাবে তারা। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার এএফএ প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া ও কনমেবল প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডোমিঙ্গেজের সঙ্গে দেখা করেন। শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসবে।

আর্জেন্টিনা আয়োজক হলে পাঁচটি স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। মনুমেন্টালম দ্য মাদ্রে দে কিউদাদেস, দ্য মারিও কেম্পেস স্টেডিয়াম ও মালভিনাস আর্জেন্টিনাসে। অন্য স্টেডিয়ামটি হবে রেসিংস স্টেডিয়াম কিংবা ইউনিকো দে লা প্লাতা।

ইনফান্তিনো বলেন, ‘আমরা সবাই জানি আার্জেন্টিনা ফুটবল সম্পর্কে এবং নিশ্চিতভাবে এই পর্যায়ের প্রতিযোগিতা তারা আয়োজন করতে পারবে। অন্য আরও দেশ আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু সরকারের নিশ্চয়তা ও আরও আনুষঙ্গিক বিষয়গুলোর সঙ্গে প্রার্থিতা হওয়ার আগ্রহ দেখিয়েছে কেবল আর্জেন্টিনা। আমরা দুই-তিনদিনের মধ্যে সিদ্ধান্ত নেবো।’