আপাতত আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না সাফজয়ী দলের

মিয়ানমারে অলিম্পিক বাছাই খেলতে সাবিনা-কৃষ্ণাদের এরই মধ্যে বিমান ধরার কথা ছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে ৫ থেকে ১১ এপ্রিল বাছাইপর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের। স্বাগতিক মিয়ানমার ছাড়াও ইরান ও মালদ্বীপ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। এখন মিয়ানমারে না যাওয়ায় সাবিনাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অপেক্ষা আরও বাড়লো। 

এমনিতে অনেক দিন ধরে সাফজয়ী দল খেলার বাইরে রয়েছে। গত বছর নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়ন হয়ে আসার পর আর কোনও আন্তর্জাতিক ম্যাচই খেলা হয়নি। অলিম্পিক বাছাই পর্বে না যাওয়ায় আগামী আগস্ট-সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচের আগে আর মাঠে নামা হবে না লাল-সবুজ দলের।

বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এই প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আর্থিক সংকটের কারণে আমরা সাবিনাদের মিয়ানমার পাঠাতে পারিনি। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু অর্থের সংস্থান হয়নি। এখন ওদের আগামী কিছুদিন আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না। আগামী আগস্ট-সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করবো আমরা।’