শেষ ম্যাচ জিতে ট্রফি পেলো ব্রাদার্স ইউনিয়ন

একসময় প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডানের পর ব্রাদার্স ইউনিয়নের নাম উচ্চারিত হতো। সময়ের পরিক্রমায় গোপিবাগের ঐতিহ্যবাহী দলটির করুণ অবস্থা। দুই মৌসুম আগে অবনমিত হয়েছিল। তবে এবার আবারও চ্যাম্পিয়নশিপ লিগে সেরা হয়ে প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে কমলা জার্সিধারীরা। আজ বুধবার শেষ ম্যাচে গোপালগঞ্জ এফসিকে ৩-০ গোলে হারিয়ে ট্রফি নিয়ে উল্লাস করেছে জাহিদুর রহমান মিলনের দল।

বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচ জিতে ব্রাদার্স ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থেকেই মাঠ ছেড়েছে।

দলটির ম্যানেজার আমের খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা এর আগে প্রিমিয়ার লিগে থাকতে চেয়েছিলাম। কিন্তু আমাদের বিবেচনায় রাখা হয়নি। এবার চ্যাম্পিয়নশিপ লিগে সেরা হয়ে আবারও প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছি। আশা করছি আমরা সামনে টিকে থাকবো। ভালো করবো।’

ব্রাদার্স চ্যাম্পিয়ন হয়েছে। আর  রানার্সআপ হয়েছে বাফুফে এলিট একাডেমি। সমান ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। তবে বাইলজে নিয়ম থাকায় প্রিমিয়ার খেলবে না এলিট একাডেমি। ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে তৃতীয় হওয়া গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব প্রথমবারের মতো খেলবে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে।