৫ গোলের থ্রিলারে আবাহনীর হার

প্রিমিয়ার লিগে অন্যতম দুর্বল দল চট্টগ্রাম আবাহনী। বন্দরনগরীর দলকে প্রথম পর্বে ৫ গোলে উড়িয়ে দিয়েছিল আবাহনী লিমিটেড। তবে ফিরতি পর্বে অসহায় আত্মসমর্পন করেছে মারিও লেমসের দল। ৫ গোলের ম্যাচে হার নিয়ে মাঠ ছেড়েছে কলিনদ্রেস-ওগবাহরা। শুক্রবার চট্টগ্রাম আবাহনী ৩-২ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেডকে।

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের শুরুতে চট্টগ্রামের দলটি এগিয়ে যায়। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থেকে নিজেদের শক্তি দেখিয়েছে তারা।

৬ মিনিটে চট্টগ্রাম আবাহনী লিড নেয়। বামপ্রান্ত থেকে সতীর্থের কাটব্যাক, ৬ গজ দূরে দাঁড়ানো নাইজেরিয়ান ফরোয়ার্ড ইফেগো ডেভিড প্লেসিং করে দেন। এক গোলে পিছিয়ে থেকে আবাহনী লিমিটেড সমতায় ফিরতে দেরি করেনি। ১৮ মিনিটে ঘুরে দাঁড়ায়। কলিনদ্রেসের কর্নারে দারুণ হেডে জাল কাঁপান ইউসেফ মোহাম্মদ।

৩৫ মিনিটে চট্টগ্রাম আবাহনী আবারও এগিয়ে যায়। মোহাম্মদ রকির  ফ্রি কিকে ইকবাল হোসেন হেডে গোলকিপারকে পরাস্ত করেন। পাঁচ মিনিট পর চট্টগ্রামের দলটি ব্যবধান আরও বাড়িয়ে নেয়। লং পাস থেকে বল পেয়ে ইফেগো ডেভিড পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে মুহূর্তে কাটিয়ে লক্ষ্যভেদ করেন।

৬৪ মিনিটে আবাহনী লিমিটেড দ্বিতীয় গোল শোধ দেয়। স্কোরলাইন হয় ৩-২ । কর্নার থেকে বল ঘুরে আসে ইউসেফের পায়ে, সিরিয়ান ডিফেন্ডার দেখেশুনে জোরালো শটে লক্ষ্যভেদ করেন। ম্যাচের বাকি সময়টুকু ঢাকার দলটি চেষ্টা করেও পারেনি সমতায় ফিরতে। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লেমসের শিষ্যদের।

আবাহনী লিমিটেড ১৫ ম্যাচে তৃতীয় হারে আগের ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। চট্টগ্রামের দলটি এক ম্যাচ কম খেলে দ্বিতীয় জয়ে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে।