উত্তরাকে উড়িয়ে আবাহনীর রেকর্ডে ভাগ বসালো পুলিশ

আগের ম্যাচে বসুন্ধরা কিংসকে হারানো পুলিশ এফসি আজ শনিবার (২০ মে) বড় ব্যবধানে জয় পেয়েছে। ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে নবাগত এফসি উত্তরাকে। এরই সঙ্গে ছুঁয়ে ফেললো চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের সবচেয়ে বড় ব্যবধানের জয়ের স্কোরলাইনও। 

ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ১৯ মিনিটে মালিকভের ক্রসে লেয়ান্দ্রো আরাঙ্গোর হেড জড়িয়ে যায় জালে। ৩১ মিনিটে এদুয়ার্দ মোরিওর পাস বক্সে পেয়ে জোরালো ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন রবিউল হাসান। 

বিরতির পর আরও আগ্রাসী হয়ে ওঠে পুলিশ এফসি। শুরুতে রবিউলের কর্নারে গোলরক্ষক বল গ্লাভসে নিতে ব্যর্থ হওয়ার পর টোকায় স্কোরলাইন ৩-০ করেন সাইদ শাহ কেরমানি। 

৫৫ মিনিটে আব্দুল্লাহর গোলে ব্যবধান আরও বাড়ে। ৬২ মিনিটে আরাঙ্গোর ফ্রি কিক পোস্টে লেগে ফেরার পর রবিউল ফিরতি শটে জাল কাঁপান। ৭৮ মিনিটে মোরিওর গোলে ৬-০ স্কোরলাইন হয় পুলিশ এফসির। 

৮০ মিনিটে বক্সে মাতে পালাসিওস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পুলিশ এফসি। আরাঙ্গোর শট জালে জড়ালে স্কোরলাইন হয় ৭-০। 

গত এপ্রিলে এএফসি উত্তরাকেই একই ব্যবধানে হারিয়েছিল আবাহনী লিমিটেড। 

দিনের অন্য ম্যাচে রাজশাহী জেলা স্টেডিয়ামে ফর্টিস এফসি ২-০ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়েছে।

৮৪ মিনিটে আমিরউদ্দিন শরিফি ফর্টিসকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন নিরা হোসেন। 

এই জয়ে ষষ্ঠ থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে পুলিশ। ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট তাদের। ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ফর্টিস একাডেমি। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা মুক্তিযোদ্ধা সংসদ ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে। চলতি লিগে  জয়হীন এএফসি উত্তরা ৪ পয়েন্ট নিয়ে তলানিতে।