অভিষেক মৌসুমেই পিচিচি ট্রফি লেভানডোভস্কির

গত মৌসুমে এককভাবে আলো ছড়িয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জিতেছিলেন করিম বেনজেমা। ফরাসি তারকা রিয়াল মাদ্রিদকে বিদায় বললেও লড়াইটা এবারও জমিয়ে রেখেছিলেন। তার সঙ্গে লড়াইটা ছিল বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির। শেষ পর্যন্ত অভিষেক আসরে বাজিমাত করে দেখালেন পোলিশ তারকা। ৩৪ ম্যাচে ২৩ গোল নিয়ে এই মৌসুমের পিচিচি ট্রফি জিতেছেন তিনি।  

মৌসুমের শেষ ম্যাচে সেল্তা ভিগোর কাছে বার্সা ২-১ গোলে হেরেছে। ওই ম্যাচে কোনও গোল না পেয়েও সর্বোচ্চ গোলদাতা হয়ে লেভানডোভস্কি মৌসুম শেষ করেছেন। বেনজেমার চেয়ে ৪ গোলে এগিয়ে ছিলেন তিনি।

অবশ্য অভিষেক মৌসুমে পিচিচি ট্রফি জিতে বিরল এক কীর্তিও গড়েছেন লেভানডোভস্কি। তার ২৩টি গোলের মধ্যে ছিল না কোনও পেনাল্টি। লা লিগায় ২০০৭-০৮ মৌসুম পর দেখা গেলো এমনটা। ওই সময় একই কীর্তি গড়েছিলেন দানি গুইজা।

লা লিগায় প্রথম মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হলেও টানা ষষ্ঠ মৌসুম ইউরোপিয়ান ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতা হয়ে থাকলেন লেভানডোভস্কি। বার্সায় আসার আগে জার্মান বুন্দেসলিগাতেও গোলদাতার তালিকায় চূড়ায় ছিলেন।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লেভানডোভস্কি ৩৩ গোল করেছেন। তার মধ্যে চ্যাম্পিয়নস লিগে ৫টি, কোপা দেল রেতে দুটি, সুপার কোপাতেও দুটি এবং ইউরোপা লিগে করেছেন এক গোল।