লা লিগায় শিরোপা লড়াইটা জমিয়ে তুলেছে রিয়াল মাদ্রিদ। আগামী সপ্তাহের এল ক্লাসিকোর আগে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে নামিয়ে এনেছে তারা। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে দারুণ জবাব দিতে থাকা সেল্টা ভিগোকে হারিয়েছে ৩-২ গোলে।
শুরুর দিকে নিজেদের আধিপত্য ধরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। ৩৩ মিনিটে শর্ট কর্নার থেকে জাল কাঁপান আর্দা গুলের। ৬ মিনিট বাদে প্রতি আক্রমণ থেকে ব্যবধান বাড়ান এমবাপ্পে। বিরতির পর দ্বিতীয় গোলও তুলে নেন তিনি। এই অর্ধের তৃতীয় মিনিটে গুলেরের থ্রু বল ধরে লক্ষ্যভেদ করেছেন তিনি।
তার পরেই অদম্য মানসিকতায় ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে সেল্টা। ৬৯ মিনিটে মাদ্রিদ কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হলে একটি গোল শোধ দেন জাভি রদ্রিগেজ। তার পরেও মনে হচ্ছিল রিয়াল বুঝি ম্যাচটা কোনও চাপ ছাড়া জিততে যাচ্ছে। কিন্তু ৭৬ মিনিটে উইলিয়ট সুয়েডবার্গ ব্যবধান ৩-২ করলে রোমাঞ্চকর সমাপ্তির আভাস মেলে। দুই মিনিট পর তারা সমতার কাছেও চলে গিয়েছিল। ভাগ্য ভালো থিবো কুর্তোয়ার দক্ষতায় সেই যাত্রায় বিপদ থেকে উতরে যাওয়া সম্ভব হয়েছে।
শেষ দিকে নড়বড়ে পরিস্থিতির জন্ম নিলেও লস ব্লাঙ্কোস দারুণ দৃঢ়তায় পরিস্থিতি সামাল দেওয়াতে কোনও বিপদ অবশ্য হয়নি। এখন আগামী রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে জিতলেই পয়েন্ট ব্যবধান একে নামিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের সুবিধাজনক জায়গায় রাখতে পারবে তারা।
৩৪ ম্যাচে বার্সার সংগ্রহ ৭৯। সমান ম্যাচে রিয়ালের সংগ্রহ ৭৫ পয়েন্ট।