এই বছরের বাকি সময়জুড়ে বাফুফের ব্যস্ততা কম নয়। ১৪টি আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিতে হচ্ছে। নারী ও পুরুষদের বয়সভিত্তিক ইভেন্ট ছাড়া সিনিয়রদের খেলাও রয়েছে। সবগুলো খেলাতে অংশ নিতে বাফুফের ঘাটতি বাজেট রয়েছে ৪ কোটি টাকা! সেটি পুষিয়ে নিতে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে এই পরিমাণ অর্থ চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
শনিবার ছিল বাফুফের পঞ্চম জরুরী সভা। সেখানে ১৪টি ইভেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি বাজেটও তৈরি করা হয়েছে। সবমিলিয়ে অংশগ্রহণের জন্য ৭ কোটি টাকা লাগবে। তার মধ্যে ফিফা-এএফসি থেকে আসবে তিন কোটি টাকা। বাকি টাকার জন্য ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়।
১৪টি ইভেন্টের মধ্যে সাফ অনূর্ধ্ব-১৭ ও ১৯, এএফসি অনূর্ধ্ব-২৩, ছেলে ও মেয়েদের একাধিক ফিফা উইন্ডোর ম্যাচ এবং এশিয়ান গেমস অন্যতম। সভা শেষে সংবাদ মাধ্যমকে বাফুফের নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী বলেছেন, ‘আমরা ক্রীড়া মন্ত্রণালয়ে পুরো বিষয়টি চিঠি দিয়ে জানাবো। আমাদের ঘাটতি চার কোটি বাজেটের কথা বলবো। সেখান থেকে যদি সহযোগিতা পাই। পাশাপাশি স্পন্সরদের কাছ থেকেও সংগ্রহ করার চেষ্টা করবো। মন্ত্রণালয়ের কাছে চেয়ে দেখি তারা কী বলেন। যদি তারা না বল দেন, পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিবো।’