ভুটানে কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবলার

বাংলাদেশের পেশাদার স্তর চ্যাম্পিয়নশিপ লিগে স্বাধীনতা ক্রীড়া সংঘ ছাড়াও অন্য ক্লাবে কোচের দায়িত্ব পালন করেছেন আজমল হোসেন বিদ্যুৎ। প্রথমবারের মতো দেশের বাইরে ভুটানের থিম্পু রাভেন এফসির হেড কোচ হয়েছেন তিনি। রবিবার বিকালে কলকাতা হয়ে থিম্পু যাবেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার। 

এই মাসের মাঝামাঝি সময়ে ভুটানের প্রিমিয়ার লিগ শুরু হবে। ক্লাবটির সঙ্গে আজমল হোসেনের চুক্তি রয়েছে ডিসেম্বর পর্যন্ত। কলকাতার বিমান ধরার আগে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘কলকাতায় আমাদের দলের সহকারী কোচ আছেন, তাকে নিয়েই থিম্পু যাচ্ছি। প্রথমবার ভুটানের কোচ হয়ে যাচ্ছি। আশা করছি, দলকে ভালো অবস্থানে নিতে পারবো।’

কলকাতার সাবেক ফুটবলার স্বপন ভৌমিকের সঙ্গে থিম্পুতে কোচিংয়ের সুযোগ পেয়েছেন এএফসি ‘এ’ লাইসেন্সধারী বিদ্যুৎ। তাই সেখানে পারিশ্রমিকের চেয়ে অভিজ্ঞতাকে বড় করে দেখছেন একসময় ঢাকার বিভিন্ন ক্লাবে খেলা ৪২ বছর বয়সী সাবেক এই ফুটবলার, ‘ওখানে পারিশ্রমিক আহামরি কিছু নয়। তবে অভিজ্ঞতা অর্জনটা বড় করে দেখছি।’