এই মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছেড়ে চলে যাবেন কেভিন ডি ব্রুইনা। ইতিহাদ স্টেডিয়ামে তার শেষের আগের ম্যাচে গোল করলেন বেলজিয়ান মিডফিল্ডার। শুক্রবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের তিন নম্বরে উঠলো সিটি। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার দৌড়েও এগিয়ে থাকলো তারা।
৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে আপাতত এক ধাপ এগিয়েছে পেপ গার্দিওলার দল। এক ম্যাচ কম খেলে চতুর্থ স্থানে থাকা নিউক্যাসেল ইউনাইটেডের চেয়ে দুই পয়েন্টে এবং চেলসি ও নটিংহাম ফরেস্টের চেয়ে চার পয়েন্টে এগিয়ে তারা। টানা ছয় ম্যাচ জয়ের পর হার দেখা উলভস ১৩তম।
প্রথমার্ধে উলভস ভালো সুযোগ পেলেও সিটি গোলমুখ খোলে ৩৫তম মিনিটে। জেরেমি ডকু বাঁ দিক দিয়ে বল কাট করে ডি ব্রুইনাকে দেন, তার সাইড ফুট কিক হোসে সাকে পরাস্ত করে জালে জড়ায়।
স্টেডিয়াম জুড়ে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। স্বাগতিক দর্শকরা ‘ওহ, কেভিন ডি ব্রুইনা’ স্লোগানে গ্যালারি কাঁপায়। ৩৩ বছর বয়সী মিডফিল্ডার গত মাসে ঘোষণা দেন, চলতি মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হলে ক্লাব ছাড়বেন তিনি। আকাশি নীল সিটি জার্সিতে হোম স্টেডিয়ামে নিজের শেষের আগের ম্যাচ খেললেন এই তারকা।