মেসির জোড়া গোলে বার্সার আর্সেনাল জয়

পিওতর চেক চেলসিতে খেলার সময়ে তার বিপক্ষে বেশ কয়েকবার মুখোমুখি হয়েও গোল দিতে পারেননি লিওনেল মেসি। অবশেষে সেই গেরো খুললেন মেসি। সেই চেক যখন আর্সেনালের গোলরক্ষক তখন তার বিপক্ষে জোড়া গোল করে বার্সেলোনার কোয়ার্টার ফাইনাল একরকম নিশ্চিত করে ফেলেছেন মেসি। মেসি
মেসির জোড়া গোলে আর্সেনালের নিজের মাঠ এমিরেটসে দলটিকে ২-০ গোলে হারিয়েছে শিরোপাধারীরা। নেইমার-সুয়ারেজ গোল না পেলেও পুরো ম্যাচ জুড়ে খেলেছেন দারুণ। এদিন খেলার ৭৯ মিনিট পর্যন্ত বার্সাকে সুযোগ দেয়নি আর্সেনাল। একের পর ররকে আক্রমণ চালালেও গোলের দেখা পাননি মেসি-নেইমার-সুয়ারেজরা।

৭১তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন মেসি। মেসির এই গোলে দারুণ অবদান রয়েছে নেইমারের। আক্রমণের সূচনা করেন ব্রাজিলের অধিনায়কই। নিজেদের অর্ধ থেকে তিনি বাঁ দিকে সুয়ারেজকে বল বাড়িয়েই দ্রুত এগিয়ে যান ডি-বক্সের দিকে। বল ফেরত পেয়ে নিজে শট না নিয়ে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে পাঠান ডানে থাকা মেসিকে। বা পাঁয়ের প্রথম ছোঁয়ায় পিওতর চেককে ধোঁকা দিয়ে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। খেলার ৮২ মিনিটে ম্যাথিউ ফ্লামিনি অযথাই মেসিকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৮৩তম মিনিটে তার দ্বিতীয় গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নদের। 

নিজেদের মাঠে এই হারে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির জন্য শেষ আটে যাওয়ার পথ অনেক কঠিন হয়ে গেল। অসাধারণ খেলতে থাকা বার্সেলোনাকে তাদের মাঠে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো আর্সেন ওয়েঙ্গারের দলের জন্য প্রায় অসম্ভবই বলা যায়। বায়ার্ন মিউনিখ ও ইউভেন্তুসের মধ্যে দিনের অন্য ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।


/এমআর/