মেসিকে টপকে গিনেস বিশ্ব রেকর্ড রোনালদোর

খেলোয়াড় হিসেবে বছরে সবচেয়ে বেশি আয়ের নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেছনে ফেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে।

২০১৭ সালের পর প্রথমবার ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী খেলোয়াড়ের আসনে বসেছেন রোনালদো। একই সঙ্গে ২০২৩ সালে সবচেয়ে বেশি বার্ষিক আয় করা খেলোয়াড়ের গিনেস বিশ্ব রেকর্ড গড়েছেন।

আল নাসরে যাওয়ার পর তার আয় দাঁড়িয়েছে ১৩ কোটি ৬০ লাখ ইউরো। ২০২২ সালে ১৩ কোটি ইউরোতে সবচেয়ে ধনী অ্যাথলেটের স্বীকৃতি পান মেসি।

রোনালদো ফুটবল থেকে আয় করেছেন ৪ কোটি ৬০ লাখ ইউরো এবং মাঠের বাইরে থেকে তার আয় ৯ কোটি ইউরো। আল নাসরে যোগ দেওয়ার পর তার বেতন প্রায় দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে নাইকি ও তার সিআরসেভেন ব্র্যান্ড মার্চেন্ডাইজিং থেকেও বড় অঙ্ক পেয়েছেন তিনি।