প্রথমবার দেশের শীর্ষ লিগ থেকে মুক্তিযোদ্ধার অবনমন

আশির দশকে শীর্ষ লিগে উঠেছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। ২০০৭ সালে পেশাদার ফুটবল শুরু হলে প্রতি আসরেই খেলেছে তারা। ঢাকা প্রিমিয়ার লিগে দুইবারের চ্যাম্পিয়নও দলটি। অথচ আগামী মৌসুমে তারা দেশের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে পারবে না। এই প্রথমবার শীর্ষ লিগ থেকে অবনমিত হলো তারা।

চট্টগ্রাম আবাহনীর কাছে শনিবার ২-১ গোলে হেরে কপাল পুড়লো মুক্তিযোদ্ধার। আগেই অবনমন নিশ্চিত হওয়া উত্তরা আজমপুর ফুটবল ক্লাবের সঙ্গে দ্বিতীয় স্তরের ফুটবলে নেমে গেলো দল।

১৯ রাউন্ডের খেলা শেষে ১৫ পয়েন্ট মুক্তিযোদ্ধার। পরের ম্যাচ শেখ রাসেল ক্রীড়াচক্রের বিরুদ্ধে। ওই ম্যাচ জিতলেও শেষ রক্ষা হবে না।

এদিন আরেক ম্যাচে রহমতগঞ্জ গোলশূন্য ড্র করেছে শেখ রাসেলের সঙ্গে। তাতে এবারের মতো টিকে থাকলো পুরানো ঢাকার ক্লাবটি।

প্রথম মিনিটে ওজুকু ডেভিডের গোলে এগিয়ে যায় চট্টগ্রামের দলটি। ১১ মিনিটে মোহাম্মদ অনিক হোসেন ব্যবধান দ্বিগুণ করে। আধঘণ্টা হওয়ার আগেই এমানুয়েল উজোচুকু এক গোল শোধ দেন। কিন্তু লিগে টিকে থাকতে মরিয়া মুক্তিযোদ্ধা সমতা ফেরাতে পারেনি। দশ নম্বরে থেকে ছিটকে যেতে হলো শীর্ষ লিগ থেকে।