দুদকে হাজিরা দিয়ে যা বললেন বাফুফের কিরণ

গত ২৩ মে বাফুফের অন্যতম সদস্য মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করেছিল বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব। আজ দুদকের ডাকে সেখানে গেলে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। পরবর্তীতে সংবাদ মাধ্যমের কাছে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কিরণ। 

দুদকে সাক্ষাৎ শেষে বুধবার বিকালে বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন কিরণ। সেখান থেকে ফিরে বলেছেন ‘একটি ক্লাব আমার বিপক্ষে অভিযোগ করেছিল সেই প্রেক্ষিতে আমাকে ডেকেছিল। দুদক যেহেতু ডেকেছে তাদের কাজে সহায়তা করতে গিয়েছি। ইনকাম ট্যাক্সে ২০২১ সাল পর্যন্ত আমার স্থাবর-অস্থাবর সকল কিছুর বিবরণী রয়েছে, যা তাদের কাছে আছে। এরপরও তদন্তের স্বার্থে আরও কোনেও ডকুমেন্টস লাগলে তা দিয়ে সহায়তা করবো বলেছি। এছাড়া ফুটবল ফেডারেশনের কোনও অর্থনৈতিক বিষয়ে আমার কোনও সংশ্লিষ্টা নেই। সেটাও তাদের জানিয়েছি।’

বেগম আনোয়ারা স্পোর্টিংয়ের দাবি, কিরণ ফুটবলের মাধ্যমে আয়কৃত প্রচুর অর্থ বিদেশে পাচার করছেন এবং সম্পদ গড়েছেন। এছাড়া ক্লাবটির কাছ থেকে দুই লক্ষ টাকা ঘুষও দাবি করা হয়েছিল!

নারী ফুটবল লিগে অংশ নেওয়া ক্লাবটির অভিযোগ সম্পর্কে কিরণ বলেছেন, ‘তারা নারী লিগ খেলতে চেয়েছিল। নারী লিগে খেলতে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেগুলো দেখে এফআইবি কমিটি। সেই কমিটির অনুমোদন তারা পায়নি। এখন এর সঙ্গে তো আমার সম্পৃক্ততা নেই।’