পিএসজি থেকে আল হিলালে গেলেন নেইমার

প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে সম্পর্ক চুকিয়ে সৌদি আরবে পাড়ি দিলেন নেইমার। ব্রাজিল তারকার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সেরে ফেলেছে আল হিলাল। মঙ্গলবার দুটি ক্লাবই এই খবর নিশ্চিত করেছে।

নেইমারও একটি ভিডিওতে তার চুক্তির ঘোষণা দিয়েছেন, ‘আমি সৌদি আরবে, আমি আল হিলালি।’ ৯ কোটি ইউরো ফি দিয়ে পিএসজি থেকে তাকে কিনেছে আল হিলাল। প্রতি মৌসুমে তার পকেটে যাবে ১৬ কোটি ইউরো। দুই বছরের চুক্তি করেছেন ব্রাজিলিয়ান তারকা।

কালিদো কুলিবালি, রুবেন নেভেস ও সার্জে মিলিঙ্কোভিচ সাভিচের পর আল হিলাল ইউরোপ থেকে নিলো নেইমারকে। তাতে করে আবারও ফিরছে নেইমার-ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ।

আল হিলাল নেইমারকে নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছে, ‘একজন অসাধারণ প্রতিভা... যিনি সবার মনোযোগ কাড়েন।’

২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো দিয়ে নেইমারকে কিনেছিল পিএসজি। ১৭৩ ম্যাচে ১১৮ গোল করে প্যারিস জেতেন পাঁচটি লিগ ওয়ান ট্রফিসহ আরও একাধিক শিরোপা। কিন্তু চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি।

তার বিদায়লগ্নে পিএসজি প্রেসিডেন্ট ও ক্লাব সিইও নাসের আল খেলাইফি লিখেছেন, ‘নেইমারের মতো চমৎকার খেলোয়াড়কে বিদায় বলা সবসময় কঠিন। বিশ্বের অন্যতম সেরা। প্যারিস সেন্ট জার্মেইতে তার আসার দিনটি কখনও ভুলবো না। সারাজীবন মনে রাখবো গত ৬ বছরে তার অবদান কী ছিল। আমাদের দারুণ মুহূর্ত ছিল এবং নেইমার আমাদের ইতিহাসের বড় অংশ হয়ে থাকবে সবসময়। আমি তাকে ও তার পরিবারকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতের জন্য শুভকামনা।’

বিদায় বার্তায় পিএসজি টুইট করেছে, ‘নেইমার জুনিয়র পিএসজি ছেড়ে আল হিলালে চুক্তি করলেন। রাজধানীতে ছয় বছরে, ক্লাবের ইতিহাসে ছাপ রেখে গেলেন ব্রাজিলিয়ান তারকা। পিএসজি নেইমারকে ধন্যবাদ জানায়, একজন ক্লাব লিজেন্ড।’

গত মার্চ থেকে নেইমার মাঠের বাইরে। ইনজুরিতে গোড়ালির অস্ত্রোপচারও করা হয়েছে। সুস্থ হলেও পিএসজির নতুন মৌসুমের প্রথম লিগ ওয়ান ম্যাচে তাকে বাইরে রাখা হয়েছিল। তারপরই গুঞ্জন ওঠে সৌদি আরবে যাচ্ছেন তিনি এবং সেটাই বাস্তব হলো।