X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

১৭ মাস পর ব্রাজিল দলে নেইমার

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০২৫, ২১:৫৫আপডেট : ০৬ মার্চ ২০২৫, ২১:৫৫

ব্রাজিলের জার্সিতে নেইমারের খেলার অপেক্ষার অবসান হলো। ইনজুরিতে প্রায় ১৭ মাস মাঠের বাইরে থাকার পর জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে রাখা হয়েছে দেশের সর্বকালের শীর্ষ গোলদাতাকে।

২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের জার্সিতে খেলার সময় বাঁ হাঁটুতে গুরুতর চোট পান নেইমার। সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গেও চুক্তি ছিন্ন করতে হয়েছে তাকে। ফিরেছেন বাল্যকালের ক্লাব সান্তোসে। তিনটি বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ড ২০২৬ এর আসরে খেলার ইচ্ছা পোষণ করেছেন। তার আগে ৩৩ বছর বয়সী তারকা নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সান্তোসে। সবশেষ চার ম্যাচে তিন গোল করা নেইমার রবিবার ব্রাগান্তিনোর জাল কাঁপিয়ে বলেছিলেন, তিনি তার সেরা শারীরিক অবস্থানে আছেন।

বৃহস্পতিবার টেলিভিশনে কোচ দরিভাল জুনিয়রের দল ঘোষণা দেখার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নেইমার লিখেছেন, ‘ফিরতে পেরে খুশি।’ দেশের হয়ে তিনি সেরা ফর্মে ফিরবেন আশা প্রধান কোচের, ‘নেইমার কী প্রতিনিধিত্ব করে সেটা নিয়ে কথা বলা অপ্রয়োজনীয়। সে তার ফর্ম ফেরানোর চেষ্টা করছে, আমরা সেটা বুঝি এবং অবগত আছি। কিন্তু তার সামর্থ্য ও দক্ষতায় আমাদের বিশ্বাস আছে, মাঠে যে কোনও পরিস্থিতি সে জয় করতে পারে। সে এমন একজন খেলোয়াড়, যার (ব্রাজিল) সতীর্থরা জনসম্মুখে জানিয়ে দিয়েছে, তার প্রভাব কতটা।’

নেইমারকে ছাড়া বেশ ভুগেছে ব্রাজিল। ১২ ম্যাচ শেষে তারা বাছাইপর্বের টেবিলের পঞ্চম স্থানে। পাঁচটি জয়ের পাশাপাশি হার দেখেছে চারটিতে।

আগামী ২০ মার্চ কলম্বিয়ার বিপক্ষে ব্রাসিলিয়ায় ম্যাচ। তারপর পাঁচ দিন পর দক্ষিণ আমেরিকান ক্লাসিকো।

ব্রাজিলের ২৩ জনের দল: আলিসন বেকার, বেন্তো, এদারসন; দানিলো, গুইলহেরমে আরানা, ওয়েসলি, ভ্যান্ডারসন, এদার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকুইনহোস, লিও অরতিজ, মুরিলো; আন্দ্রে, ব্রুনো গুইমারায়েস, গার্সন, ম্যাথিউস কুনহা, নেইমার, লুকাস, পাকুয়েতা, এস্তেভাও; হোয়াও পেদ্রো, রাফিনিয়া, রদ্রিগো, সাভিনিয়ো, ভিনিসিয়ুস জুনিয়র।

/এফএইচএম/
সম্পর্কিত
আবার ইনজুরিতে নেইমার 
ব্রাজিল দল থেকে আবারও ছিটকে গেলেন নেইমার
মেসির পেনাল্টি দক্ষতা বাড়িয়েছেন নেইমার!
সর্বশেষ খবর
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে: পরিবেশ উপদেষ্টা
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে: পরিবেশ উপদেষ্টা
জাহাঙ্গীরনগর থিয়েটারের ‘নাট্য উৎসব ২০২৫’
জাহাঙ্গীরনগর থিয়েটারের ‘নাট্য উৎসব ২০২৫’
বিদেশে পড়াশোনা ও চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো
বিদেশে পড়াশোনা ও চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো
সর্বাধিক পঠিত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন