নেইমারকে নিয়ে আবেগঘন পোস্ট সাবেক সতীর্থের

একসঙ্গে ছয়টি মৌসুম একই ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন নেইমার ও মার্কো ভেরাত্তি। পিএসজি ছেড়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যোগ দিয়েছেন আল হিলালে। তার বিদায়ে আবেগঘন পোস্ট দিলেন ভেরাত্তি।

ইনস্টাগ্রামে এই ইতালিয়ান লিখেছেন, ‘তোমাকে শুধু এটুকু বলতে চাই একসঙ্গে এতগুলো বছর দারুণ কেটেছে। আমি তোমাকে খুব ভালোবাসি এবং তোমার জীবনের নতুন অধ্যায়ে শুভকামনা জানাই। তুমি একজন বিশেষ মানুষ, আমার বন্ধু।’

২০১৭ সালে পিএসজিতে যোগ দেন নেইমার। প্যারিস ক্লাবে ছয় বছরের সম্পর্ক চুকিয়ে ফেললেন মঙ্গলবার। ১৭৩ ম্যাচ খেলে তার সাফল্য পাঁচটি লিগ ওয়ান ট্রফি। গোল করেছেন সব প্রতিযোগিতা মিলিয়ে ১১৮টি। 

সৌদি আরবে ব্রাজিলিয়ান তারকার অভিষেক হতে যাচ্ছে তিন দিন পরই। আগামী ১৯ আগস্ট আল ফেইহার মুখোমুখি হবে আল হিলাল।