ভারতের মুম্বাই এফসির মুখোমুখি হচ্ছে নেইমারদের আল হিলাল

ভারতের মুম্বাই এফসির মুখোমুখি হতে যাচ্ছে নেইমারদের আল হিলাল। এএফসি চ্যাম্পিয়নসি লিগের ড্র অনুষ্ঠিত হওয়ার পর ‘ডি’ গ্রুপে পড়েছে দুই দল। ফলে নেইমারকে খুব শিগগিরই ভারতে খেলতে দেখা যাবে। তাদের সঙ্গে রয়েছে ইরানের এফসি নাসাজি মাজানদারান ও উজবেকিস্তানের নাভবাহোর। মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়েছে এই ড্র। 

টুর্নামেন্টের সবচেয়ে সফল ক্লাব আল হিলাল। টুর্নামেন্টের চারবারের বিজয়ী তারা। গতবার হয়েছে রানার্স আপ। তাছাড়া রেকর্ড পাঁচবারের রানার্স আপ দলও আল হিলাল। ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে ম্যাচগুলো হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। 

এদিকে, রোনালদোর আল নাসর পড়েছে গ্রুপ ই-তে। তাদের সঙ্গী ইরানের পারসেপোলিস, কাতারের আল দুহাইল ও তাজিকিস্তানের এফসি ইসতিকলাল।