আশা বাঁচিয়ে রেখেছে ইতালি

আগের ম্যাচে উত্তর মেসিডোনিয়ার সঙ্গে ড্র করে ইউরো বাছাইয়ে নিজেদের পথ কঠিন ফেলেছিল ইতালি। তার পর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আজ্জুরিরা। ইউক্রেনকে ২-১ গোলে হারিয়ে আশা এখনও বাঁচিয়ে রেখেছে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অগ্রগামিতা পায় ১২ মিনিটেই। গোলটি করেন ডেভিড ফ্রাত্তেসি। ২৯ মিনিটে জোড়া গোলের দেখাও পান তিনি। প্রথমার্ধের ৪১ মিনিটে একটি গোল শোধ দেয় ইউক্রেন। গোলটি করেছেন আন্দ্রি ইয়ারমোলেনকো।

সফরকারী ইউক্রেন দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে হন্যে হয়ে গোলের খোঁজে ছিল। কিন্তু যেসব সুযোগ তৈরি করছিল তা মোটেও পরিপূর্ণ ছিল না। যা ইতালি সহজেই রুখে দিতে পেরেছে। শেষ দিকে বরং বেশ কিছু প্রচেষ্টা ব্লকড হওয়ার পর লোকাতেল্লি ইতালির আরেকটি গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু সেটি ক্রসবারে লাগায় হতাশ হতে হয় তাদের।

এই স্কোরলাইনে লুসিয়ানো স্পালেত্তির অধীনে প্রথম জয়ের দেখা পেয়েছে ইতালি। সি গ্রুপের পয়েন্ট টেবিলে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে তারা। এক ম্যাচ বেশি খেলা ইউক্রেনের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে তারা পিছিয়ে থাকায় তিনে নেমে গেছে। প্রীতি ম্যাচে স্কটল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারানো ইংল্যান্ড অবশ্য ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান করছে।