বেলিংহ্যামের দুই গোলে শীর্ষে রিয়াল

রিয়াল মাদ্রিদের জয়ের গল্প লেখা হচ্ছে, তাতে জুড বেলিংহ্যামের নাম নেই- চলতি মৌসুমে এমনটা কমই হয়েছে। এবারও তার ব্যতিক্রম হলো না। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলের বড় জয় পেয়েছে রিয়াল। ওসাসুনার বিপক্ষে দুইবার জাল কাঁপিয়েছেন ২০ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার।

এই জয়ে সাময়িকভাবে লা লিগার শীর্ষে জায়গা নিলো রিয়াল। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে বার্সা ২০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। রিয়ালের কাছ থেকে এক নম্বর জায়গা দখল করে নিতে রবিবার গ্রানাডার মাঠে নামবে কাতালান জায়ান্টরা।  

নবম মিনিটে অপ্রতিরোধ্য স্ট্রাইকে বেলিংহ্যাম গোলমুখ খোলেন। গোলকিপারের পায়ের ফাঁক গলে ৫৪তম মিনিটে জাল কাঁপান তিনি। নতুন ক্লাবের জার্সিতে ১০ ম্যাচে তার গোলের সংখ্যা বেড়ে দশে পৌঁছালো।

কাউন্টার অ্যাটাক থেকে ৬৫ মিনিটে তৃতীয় গোল যোগ করেন ভিনিসিয়ুস জুনিয়র। পাঁচ মিনিট পর জোসেলুকে দিয়ে চতুর্থ গোল করান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৮৪ মিনিটে পাঁচ নম্বর গোলের সুযোগ পায় রিয়াল। পেনাল্টি থেকে জাল কাঁপাতে ব্যর্থ হন জোসেলু।