বাংলাদেশ দল ফেরার আগেই ঢাকায় মালদ্বীপ

বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ে পিছিয়ে পড়েও মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।  ‘সুপার সাব’ সাদ উদ্দিন মাঠে নেমে যোগ করা সময়ে গোল করলে হার এড়ায় দল। ১৭ অক্টোবর ঘরের মাঠে লড়াই ফিরতি লড়াই করবে বাংলাদেশ। তবে তাদের আগেই ঢাকায় পা রাখে প্রতিপক্ষ দল। 

আজ শুক্রবার দুপুরে আলী সুজেইনের দল ঢাকায় পা দিয়েছে। আগামীকাল শনিবার বিকালে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে তাদের। 

অন্য দিকে জামাল ভূঁইয়ারা আরেক ফ্লাইটে করে সন্ধ্যায় দেশে ফিরেছেন। ১৭ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি দুই দলের জন্য বাঁচা মরার লড়াই। জিততে না পারলে এক বছর ফিফা এএফসির ম্যাচ থেকে দূরে থাকতে হবে। তাই ঢাকার ম্যাচটি জিততে সবাই মরিয়া।