মালদ্বীপ ম্যাচে জায়গা হচ্ছে না মোরসালিনের!

মদ কাণ্ডে শেখ মোরসালিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে কোনও ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তাই ধরেই নেওয়া হয়েছিল মালদ্বীপের বিপক্ষে ১৭ অক্টোবর ম্যাচে মোরসালিনকে দেখা যাবে। কিন্তু জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা এখন পর্যন্ত তাকে ডাকার প্রয়োজন বোধ করেননি। এখন তাকে ছাড়াই মালদ্বীপ ম্যাচে খেলার সম্ভাবনা বেশি।

জাতীয় দলের ম্যানেজার আমের খানও বলছিলেন এমনটাই, ‘কোচ চাচ্ছেন না নতুন করে ক্যাম্পে কাউকে নিতে। এই ম্যাচের আগে আমাদের হাতে খুব বেশি সময়ও নেই। যেহেতু আমাদের সামনে ভালো সুযোগ আছে, তাই ম্যাচ প্রস্তুতি ঠিকভাবে নিতে হবে।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘মোরসালিনসহ বাকিরা আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাদের দলে ফেরাতে উদ্যোগী হতে হবে। আবার এমনও হতে পারে রাতে মোরসালিনকে ডাকতেও পারে। কেননা কোচ কখন কি করতে পারে বোঝা কঠিন।’