২০২৬ বিশ্বকাপের দরজা খোলা রাখলেন মেসি

বিশ্বকাপ ফাইনালের আগে লিওনেল মেসি ঘোষণা দেন, বিশ্বমঞ্চে আর কখনও খেলবেন না। তবে ট্রফি জেতার পর বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে কিছুদিন খেলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। খেলছেন এবং জাদু দেখাচ্ছেন। ২০২৪ কোপা আমেরিকাতে খেলার কথা নিশ্চিত করেছেন। এমনকি ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আর্জেন্টিনা অধিনায়ক।

আর্জেন্টিনার স্টার প্লাসের সঙ্গে সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে চিন্তা করছি না। আমি শতভাগ বলতেও পারছি না যে ওখানে থাকবো না কারণ যে কোনও কিছু হতে পারে। কারণ আমার বয়স অনুযায়ী খুবই স্বাভাবিক ব্যাপার যে আমি খেলতে পারবো না। তারপরও দেখা যাক কী হয়।’

আটবারের ব্যালন ডি’অর জয়ীর মনোযোগ আগামী জুনের কোপা আমেরিকার দিকে। ট্রফি ধরে রাখতে যুক্তরাষ্ট্রে লড়বেন তিনি। তবে টানা ষষ্ঠ বিশ্বকাপে খেলা কঠিন স্বীকার করলেন মেসি, ‘হয়তো আমরা কোপা আমেরিকায় ভালো করবো, আমাদের সাফল্য অব্যাহত থাকবে। না-ও হতে পারে, বাস্তবসম্মতভাবে এটা খুব কঠিন।’