গ্রানাদাকে হারিয়ে শীর্ষে রিয়াল

তলানিতে অবস্থান করা দল গ্রানাদা। সেই দলটা রিয়াল মাদ্রিদের সামনে পারেনি কোনও প্রতিরোধ গড়তে। তাদের সহজে ২-০ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোস। 

১৫ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৩৮ পয়েন্ট। সমান ম্যাচে জিরোনার সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদের অবস্থান দুই। বার্সেলোনা ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।

নিয়মিত অনেক তারকার অনুপস্থিতির পরও গ্রানাদাকে চেপে ধরতে সমস্যা হয়নি স্বাগতিকদের। শুরু থেকেই তারা আধিপত্য ধরে খেলেছে। বল দখলের লড়াইয়ে তারা এগিয়ে ছিল ৭১ শতাংশ। বিপরীতে গ্রানাদা লক্ষ্যে বল পাঠাতে পারেনি একটিও। 

মাদ্রিদের অভিজাতরা অগ্রগামিতা পায় ২৬ মিনিটে। ব্রাহিম দিয়াজ টনি ক্রসের সঙ্গে ওয়ান টু খেলে গোলকিপারকে পরাস্ত করেছেন। ম্যাচটা তার পর ঢিমে তালে এগুলে তাতে আবার প্রাণ ফেরান রদ্রিগো। ৫৭ মিনিটে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন তিনি। তাতে ব্রাজিলিয়ান এই তারকা টানা ৫ ম্যাচেই গোলের দেখা পেয়েছেন।  সব প্রতিযোগিতা মিলে তার গোল সংখ্যা ৭। অ্যাসিস্টও করেছেন ৪টি।     

এই জয়ে সব প্রতিযোগিতা মিলে পাঁচ ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। এই মৌসুমে আবার বার্নাব্যুতেও তারা অপরাজিত।