বুধবার শুরু হচ্ছে মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব

আগামীকাল বুধবার থেকে কমলাপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। গত নভেম্বরে অনুষ্ঠিত প্রাথমিক পর্বে ৩৯ দল অংশ নিয়েছিল। ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন ও রানার্স আপের সঙ্গে গত আসরের চ্যাম্পিয়ন দলকে নিয়ে শুরু হচ্ছে চূড়ান্ত পর্ব। Photo of Press Conference of KFC National Women`s Football Championship 2015 b

আট দলকে দুটি গ্রুপ করা হয়েছে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমিফাইনাল খেলবে। ৮ মার্চ দুইটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে। আর ১০ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল। ২০০৯ সাল থেকে জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন ময়মনসিংহ জেলা। এর আগের চার বারের চ্যাম্পিয়ন আনসার ভিডিপি।

'এ' গ্রুপে খেলবে ময়মনসিংহ, বিজেএমসি, রংপুর ও রাজবাড়ী। 'বি' গ্রুপে লড়বে আনসার ভিডিপি, টাঙ্গাইল, সাতক্ষীরা ও খুলনা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে পঞ্চাশ হাজার ও রানার্স আপ দল পাবে পঁচিশ হাজার টাকা। 

আজ মঙ্গলবার বাফুফে ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টকে প্রচার মাধ্যমের কাছে উপস্থাপন করেন বাফুফে মহিলা কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এ সময় উপস্থিত ছিলেন কেএফসি ট্রান্সকম ফুডসের এরিয়া কোচ জাহিদুল আলম, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও মহিলা কমিটির সদস্য মাহফুজা নজরুল।

/এমআর/