‘এভাবে স্বপ্ন ভেঙে যাবে কল্পনাও করিনি’

প্রথমবারের মতো বাফুফে একাডেমির খেলোয়াড়দের নিয়ে এবার নিলাম হয়েছিল। এর মধ্যে  ব্রাদার্স ইউনিয়ন ৬ জন খেলোয়াড়কে দলে টানে। মিরাজুল, ইমরান, রুবেল, অন্তু, রানা ও সুমন অনেক আশা নিয়ে ঘরোয়া ফুটবলে খেলার অপেক্ষায় ছিলেন। কিন্তু তাদের আশায় গুড়েবালি। প্রিমিয়ার লিগ শুরু হলেও শেষ পর্যন্ত তাদেরকে কেনার আনুষ্ঠানিকতা সারেনি গোপিবাগের দলটি। তাদের মূল্য বাফুফেকে পরিশোধ করেনি তারা।

এখন কমলাপুর স্টেডিয়ামের ডরমেটরিতেই অনুশীলন করে সময় কাটছে তাদের। সাফ অনূর্ধ্ব-২০ পর্যায়ে খেলা মিরাজুল ইসলাম আক্ষেপ করে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা অনেক আশা করে ছিলাম ঘরোয়া ফুটবলে খেলবো। প্রিমিয়ার লিগে খেলে অনেক কিছু শিখবো। কিন্তু এভাবে আমাদের সবার স্বপ্ন ভেঙে যাবে তা কল্পনাও করতে পারিনি। কেনই বা তারা আমাদের নিলামে কিনল আর কেনই বা দলে নিলো না, এটা আমাদের মাথায় আসছে না। লিগের খেলা এখন মাঠের বাইরে থেকে দেখতে হচ্ছে। সামনের মৌসুমের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। ' 

আরেক ফুটবলার ইমরান খানের আক্ষেপ আরও বেশি। একাডেমিতে থাকা চার ফুটবলার কে 'গড়হাজিরের' কারণে  বহিষ্কার করেছে বিকেএসপি। এর মধ্যে ইমরানও আছেন। তিনি বলেন, ‘একদিকে বিকেএসপি আমাদের বহিষ্কার করেছে। কেন করেছে পরিষ্কার না। আমরা তো দেশের জন্য খেলছি।  আবার আমরা লিগে খেলতে পারলাম না। এখানে আমাদের দোষ কোথায়। সব কিছুর কারণে আমাদের সবার মন অনেক খারাপ।’

তবে লিগ শুরুর আগে ব্রাদার্সের ম্যানেজার আমের খান অজুহাত দেখিয়ে বলেছিলেন, ‘আমরা খোঁজখবর নিয়ে জেনেছি, এই খেলোয়াড়রা এখন লিগ খেলার মতো অবস্থায় নেই। সে কারণেই আর ডাকিনি।’