জিরোনাকে শক্তি দেখালো রিয়াল

এবারের লা লিগায় চমক দেখিয়েছে জিরোনা। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো জায়ান্টদের পেছনে ফেলে টেবিলের শীর্ষে দাপট দেখিয়েছে তারা। কিন্তু সম্প্রতি কয়েকটি হোঁচটে তাদের দুই নম্বরে নেমে যেতে হয়েছিল। শনিবার রিয়ালকে হারিয়ে আবারও এক নম্বর আসনে বসার সুযোগ ছিল তাদের। তবে মাদ্রিদ ক্লাবের কাছে তারা পাত্তা পায়নি।

গত সেপ্টেম্বরে রিয়ালের কাছে হারের পর থেকে লিগে টানা ১৫ ম্যাচ অপরাজিত ছিল জিরোনা। সেই রিয়ালই আবার তাদের মাটিতে নামালো। পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান সুসংহত করলো কার্লো আনচেলত্তির দল। আর জিরোনা থাকলো দ্বিতীয় স্থানেই। ২৪ ম্যাচে ৬১ পয়েন্ট রিয়ালের, জিরোনার অর্জন ৫৬ পয়েন্ট।

এদিন ম্যাচসেরা খেলা খেলেছেন ভিনিসিয়ুস জুনিয়র। একটি গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন তিনি দুটি। জুড বেলিংহ্যাম করেছেন জোড়া গোল।

ছয় মিনিটে গোল করে এগিয়ে যায় রিয়াল। ফেদে ভালভের্দের পাস ধরে দূরপাল্লার চমৎকার বাঁকানো শটে চলতি মৌসুমে নিজের সপ্তম লিগ গোল করেন ভিনিসিয়ুস।

৩৬তম মিনিটে ভিনিসিয়ুসের থ্রু বল ধরে সহজ ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম। ইংলিশ তারকা ছয় গজ বক্সের মধ্যে আলগা বল পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন ৫৪তম মিনিটে।

সাত মিনিট পর ভিনিসিয়ুসের বাড়ানো বলে রকেট গতির শটে জাল কাঁপান রদ্রিগো। শেষ মুহূর্তে জোসেলু পেনাল্টি মিস না করলে ব্যবধান আরও বাড়তো।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগ আরবি লাইপজিগের মাঠে খেলবে রিয়াল।