পাপনের জন্য ডি মারিয়ার অটোগ্রাফ যুক্ত আর্জেন্টিনার জার্সি!

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ এসেছিলেন ঢাকায়। গত বছর ঢাকায় এসে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন অ্যাস্টন ভিলার দীর্ঘদেহী এই গোলকিপার। সেবার তাকে ঢাকায় এনেছিলেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।  মার্টিনেজের পর আরেক বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড ডি মারিয়াকে ঢাকায় আনা হচ্ছে। এবারও তাকে আনছেন শতদ্রু দত্ত। 

 

আগামী মে মাসের শেষের দিকে দেড় দিনের সফরে ডি মারিয়ার ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবার ডি মারিয়ার অটোগ্রাফ যুক্ত আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের হাতে তুলে দেওয়ার অপেক্ষা।

 

শতদ্রু দত্ত নিজেই এবার আর্জেন্টিনা গিয়ে সবকিছু চূড়ান্ত করে ফেলেছেন। সেখানে গিয়ে পাপনের জন্য অটোগ্রাফযুক্ত জার্সিও নিয়ে এসেছেন তিনি। এখন শুধু পাপনের হাতে তা তুলে দেওয়ার অপেক্ষা। শতদ্রু বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘ডি মারিয়ার অটোগ্রাফ যুক্ত জার্সি পাপন সাহেবের হাতে তুলে দেবো। এর জন্য তার সময় চেয়েছি। তিনি বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী তাই তার জন্য এটা আনা। আমি মার্চের শুরুতে তিন দিন ঢাকায় থাকবো। তখনই তার হাতে তুলে দিতে পারবো বলে আশা করছি। তাছাড়া ডি মারিয়া মে মাসের শেষে ভারত ও বাংলাদেশে আসবে। স্পন্সরও তৈরি বলতে পারেন। ঢাকায় এসে এবার ৯০ ভাগ অনুষ্ঠান স্টেডিয়াম কেন্দ্রিক হবে। এছাড়া ঢাকায় এলে প্রধানমন্ত্রীকে নিজেই অটোগ্রাফ যুক্ত জার্সি দেবেন ডি মারিয়া।’

 

মে মাসের শেষে নির্দিষ্ট তারিখটা শিগগিরই ঠিক হবে বলে জানিয়েছেন কলকাতার এই সংগঠক।