স্প্যানিশ কোচের মতে, জামালের এখনও অনেক কিছু দেওয়ার আছে

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োর সঙ্গে জামাল ভূঁইয়ার চুক্তিটি শেষ হয়ে গেছে। দেশের অন্যতম ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডের হয়ে এবার মাঠ মাতানোর অপেক্ষায় ৩৩ বছর বয়সী মিডফিল্ডার। 
আর্জেন্টিনায় খেলতে গেলেও জামাল সব সময় খেলার মধ্যে ছিলেন না। তাই বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। কাবরেরা অবশ্য জামালের বিষয়ে ভীষণ ইতিবাচক।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কোচ জামালের ঢাল হয়ে বলেছেন, ‘যে দেশটিতে (আর্জেন্টিনা) খেলতো, তাদের সিদ্ধান্তের কারণে জামাল ভূঁইয়া খেলার মধ্যে ছিল না। আমি খুব ভালোভাবে জানি যে, সে সোল দে মায়োতে অনুশীলনের মধ্যে ছিল এবং তাদের হয়ে প্রীতি ম্যাচগুলো খেলেছে। আমি জানি সে ফিট আছে। নিশ্চিতভাবেই প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলার কমতিটুকু রয়েছে, কিন্তু সেটা আর্জেন্টিনার লিগের পরিস্থিতির কারণে।’

জামালের যে এখনও অনেক কিছু দেওয়ার আছে- সেটি জোর দিয়ে বলেছেন স্প্যানিশ কোচ, ‘আমি মনে করি, জামাল এখনও অধিনায়ক এবং অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে জাতীয় দলকে অনেক কিছু দিতে পারে। এই তালিকায় তাকে রাখা নিয়ে আমাদের কোনো সংশয় ছিল না। ম্যাচ টাইমের চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনি কোন ধরনের অধিনায়ক। আপনি কীভাবে মাঠে দলকে নেতৃত্ব দিচ্ছেন, কীভাবে দলের সামনে উদাহরণ তৈরি করছেন; এগুলোই গুরুত্বপূর্ণ। দলে তরুণ অনেক খেলোয়াড় আছে এবং আমি আগেও বলেছি, সে তাদের জন্য অনুসরণ করার মতো ভালো উদাহরণ।’