সুদানের বিপক্ষে জামালদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ কোচ

বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাংলাদেশ দল এখন সৌদি আরবে। তায়েফ শহরে অনুশীলনের পাশাপাশি আফ্রিকার দেশ সুদানের বিপক্ষে রবিবার রাতে প্রস্তুতিমূলক ম্যাচও খেলেছে জামাল ভূঁইয়ারা।

ম্যাচটি ক্লোজ ডোর হওয়ায় আনুষ্ঠানিক ফলাফল জানা যায়নি। তবে বাংলাদেশের দলীয় সূত্রে জানা গেছে, ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে৷ র‌্যাঙ্কিংয়ের ১২৭ নম্বরে থাকা সুদানকে রুখে দেওয়া মোটেও ছোটখাট বিষয় নয়। শিষ্যদের পারফরম্যান্সে তাই সন্তুষ্ট বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা, ‘ফলাফল কোনও বিষয় না এই ধরনের ম্যাচে। আমাদের প্রস্তুতি কেমন হচ্ছে সেটাই ছিল মূল বিষয়। খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। আমরা সঠিক পথেই রয়েছি৷’

ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য হাভিয়ের কাবরেরা ২৮ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন করাচ্ছেন৷ গতকালের ম্যাচে ২৫ জন খেলোয়াড়কে পরখ করেছেন। নতুনদেরও দেখেছেন। কোচ এই প্রসঙ্গে বলেছেন, ‘২৪-২৫ জন খেলার সুযোগ পেয়েছে। সবাই ভালো পারফরম্যান্সই করেছে৷’

সোমবার বাংলাদেশ দলের অনুশীলন নেই। বৃহস্পতিবার সুদানের বিপক্ষে আরেকটি প্রস্ততি ম্যাচ রয়েছে। সেই ম্যাচের আগে দুই দিন অনুশীলন করবে রাকিব হোসেন - আনিসুর রহমান জিকোরা।