টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

চ্যাম্পিয়নস লিগে ছয় বছর পর ফিরে বাজিমাত করলো আর্সেনাল। ২০১০ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। পোর্তোর বিপক্ষে স্নায়ুচাপের খেলায় টাইব্রেকারে জিতেছে গানাররা। 

মঙ্গলবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে ১-০ গোলে জেতে আর্সেনাল। পোর্তোর মাঠে একই স্কোরে হেরে ফিরেছিল তারা। তাতে করে দুই লেগ মিলিয়ে ১-১ গোলের ড্র হওয়ায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। তাতেও ফল নিষ্পত্তি হয়নি। টাইব্রেকারে গড়ানো ম্যাচটি ৪-২ গোলে জিতে গেছে মিকেল আর্তেতার দল।

সবশেষ ২০০৯-১০ মৌসুমে কোয়ার্টার ফাইনালে খেলেছিল আর্সেনাল। তারপর সাতবার শেষ ষোলোতে খেললেও পরের ধাপে পা রাখতে পারেনি তারা। ২০১৬-১৭ মৌসুমের পর আবারও ইউরোপ সেরার মঞ্চে ফিরে সেই বৃত্ত ভাঙলো দলটি।

এমিরেটস স্টেডিয়ামে প্রথম চার পেনাল্টির সবগুলোকে গোল বানিয়েছে আর্সেনাল। পোর্তোর ওয়েন্ডেল পোস্টে আঘাত করার পর গালেনোর প্রচেষ্টা ডেভিড রায়া রুখে দিলে পেনাল্টি শুটআউটে বিজয় নিশ্চিত হয় গানারদের।

হাফটাইমের আগে লিয়ান্দ্রো ট্রসার্ড গোল করলে লড়াইয়ে সমতা ফেরে। কিন্তু প্রিমিয়ার লিগের শীর্ষ দলকে বাকি সময় আটকে রেখে হতাশ করে পর্তুগিজ দল। 

পরে পেনাল্টি শুটআউটে পার্থক্য গড়ে টানা সাতবার শেষ ষোলো থেকে বিদায়ের ধারায় ইতি টানে আর্সেনাল।