বার্সেলোনার লামিনে ইয়ামাল নন, তাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেরা তরুণ খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জিতেছেন পিএসজির দিজিরে দুয়ে। শিরোপা জেতাতে ইন্টার মিলানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি।
বর্তমানে দু’জনই সেরা তরুণ প্রতিভা হিসেবে বিবেচিত। তার প্রমাণ হিসেবে মৌসুমসেরা একাদশে রয়েছেন তারা।
১৯ বছর বয়সী দুয়ে তার মৌসুমের দারুণ সমাপ্তি টেনেছেন ফাইনালে আশরাফ হাকিমিকে প্রথম গোল বানিয়ে আর নিজে জোড়া গোল করে। তাতে পিএসজির ফাইনাল জয়ের নায়ক ছিলেন তিনি।
মৌসুমসেরা একাদশে স্থান পেয়েছেন পিএসজির ৭জন। রানার্স আপ ইন্টার মিলান থেকে মাত্র একজনই জায়গা পেয়েছেন।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন পিএসজির উসমান দেম্বেলে। দারুণ প্রত্যাবর্তনে ক্লাবকে প্রথমবার ইউরোপ সেরার টুর্নামেন্ট জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। যদিও মৌসুমের শুরুতে কিছুটা ভুগেছিলেন। শৃঙ্খলাজনিত কারণে আর্সেনালের বিপক্ষে একটি লিগ ম্যাচে কোচ লুই এনরিকে বাদ দিয়েছিলেন তাকে। তবে ২৮ বছর বয়সী ফরোয়ার্ড পরে কেন্দ্রীয় ভূমিকায় চ্যাম্পিয়ন্স লিগে ৮টি গোল করে দলকে এগিয়ে নিতে অসামান্য অবদান রেখেছেন। যদিও ফাইনালে গোলহীন ছিলেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা দল
গোলকিপার: জিয়াইনলুইজি দোন্নারুম্মা (পিএসজি)
ডিফেন্ডার: আশরাফ হাকিমি (পিএসজি, মারকুইনহোস (পিএসজি), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার), নুনো মেন্ডেস (পিএসজি)
মিডফিল্ডার: ভিতিনহা (পিএসজি), ডেক্লান রাইস (আর্সেনাল)
ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল (বার্সেলোনা), দিজিরে দুয়ে (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি) ও রাফিনহা (বার্সেলোনা)।