মস্কোয় বন্দুকধারীদের হামলায় বাতিল রাশিয়া-প্যারাগুয়ের ম্যাচ

দুই দিন পর প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল রাশিয়ার। সবশেষ সার্বিয়াকে উড়িয়ে দিয়ে তারা ছিল উচ্ছ্বসিত। কিন্তু ম্যাচটি বাতিল করা হলো। মস্কোয় কনসার্টে হামলার ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মস্কোয় শুক্রবার একটি কনসার্টে হামলা চালায় ছদ্মবেশী বন্দুকধারীরা। তাদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে শতাধিক প্রাণহানি হয়েছে। এই ঘটনায় প্যারাগুয়ে ও রাশিয়ার প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। শনিবার রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ) এই কথা জানায়।

রাজধানীর কাছে কনসার্টে অংশগ্রহণকারীদের ওপর বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। অন্তত ১১৫ জন মারা গেছেন। তাদের মধ্যে কেউ কেউ গুলির আঘাতে এবং অন্যরা কমপ্লেক্সের ঘটা বিশাল অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। ইসলামিক স্টেট গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে।

আরএফইউ এক বিবৃতি দিয়ে জানায়, ‘ক্রাসনোগোরস্কে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় কারণে রাশিয়ান ফুটবল ইউনিয়ন ও প্যারাগুয়েন ফুটবল অ্যাসোসিয়েশন রাশিয়া ও প্যারাগুয়ের জাতীয় দলের মধ্যকার প্রীতি ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’

ইউক্রেনে আগ্রাসনের কারণে ফিফা ও উয়েফা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়াকে নিষিদ্ধ করে। শুধুমাত্র প্রীতি ম্যাচ খেলার অনুমোদন দেওয়া হয়েছে তাদের। বৃহস্পতিবার মস্কোর ভিটিবি এরেনায় ৪-০ গোলে রুশরা সার্বিয়াকে হারায়। একই ভেন্যুতে সোমবার প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের।