বদলি হয়ে মেসির গোল, তবু জেতেনি মায়ামি 

হ্যামস্ট্রিংয়ের চোটে অনেক দিন ধরেই লিওনেল মেসি মাঠের মাইরে ছিলেন। শনিবার তিনি বদলি হয়ে মাঠে ফিরলেন, গোলও করলেন। তার পরও জেতেনি ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে কলোরাডো র‌্যাপিডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। 

হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় মাস খানেক খেলা হয়নি মেসির। মায়ামির সর্বশেষ ৪ ম্যাচেই ছিলেন না তিনি। অবশেষে ঘরের মাঠে শনিবার ফিরেছেন বদলি হয়ে। সামনে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ থাকায় রোটেট করেই স্কোয়াড সাজান কোচ। একাদশ সাজান দ্বিতীয় সারির দল দিয়ে। ফলে মেসিসহ তার সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেৎজ ও জর্ডি আলবারা সবাই বেঞ্চে ছিলেন। 

তুলনামূলক তরুণ দল মাঠে নামার পর মনে হচ্ছিল বেশ স্বাচ্ছন্দ্যেই আছেন তারা। সেভাবে ত্রাস ছড়াতে পারেননি যদিও। সেই সুযোগে প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল হজম করে বসে মায়ামি। বক্সের মধ্যে কড়া চ্যালেঞ্জের শিকার হন প্রতিপক্ষ ফরোয়ার্ড কেভিন কারবাল। তার পর স্পট কিক থেকে গোল করে স্কোর ১-০ করেছেন র‌্যাপিডসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল নাভারো।

বিরতির পর মেসি নামলে মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট। মাঠে নামার ১২ মিনিটের মাথায় কাতার বিশ্বকাপ জয়ী তারকার গোলেই সমতায় ফেরে মায়ামি। বুসককেৎজকেও মাঠে নামালে ঘণ্টা খানেকের মাথায় অগ্রগামিতা পায় তারা। ডান প্রান্ত দিয়ে ডেভিড রুইজের ক্রস থেকে ঠাণ্ডা মাথায় সেটি জালে পাঠান অভিষিক্ত লিওনার্ডো আফোনসো।  

এর পর অবশ্য আর তৃতীয় গোলের দেখা পায়নি মায়ামি। যার খেসারত দিতে হয়েছে তাদের। ৮৮ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল করে স্কোর ২-২ করে দেন কোল ব্যাসেট।