পিএসজি-বার্সেলোনা ম্যাচে কোনও সুনির্দিষ্ট হুমকি নেই: ফরাসি সরকার

চ্যাম্পিয়নস লিগে চারটি কোয়ার্টার ফাইনালেই হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। এ কারণে সান্তিয়াগো বার্নাব্যু ও এমিরেটস স্টেডিয়ামের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি  করা হয়েছিল। রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি এবং আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের দুটি ম্যাচ হয়েছে নির্বিঘ্নে। বুধবার পিএসজির মাঠে খেলবে বার্সেলোনা, আর বরুসিয়া ডর্টমুন্ড স্বাগত জানাবে অ্যাটলেটিকো মাদ্রিদকে। ফ্রান্স সরকার জানিয়ে দিলো, প্যারিসে হতে যাওয়া ম্যাচে কোনও সুনির্দিষ্ট হুমকি নেই।

ফরাসি সরকারের মুখপাত্র প্রিসকা থেভেনোট বলেছেন, ‘আজ মন্ত্রীপরিষদের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, কোনও ধরনের সুনির্দিষ্ট হুমকি নেই। কিন্তু সবসময় আমরা সতর্ক আছি।’

এই ম্যাচে বিশেষ নজর কাড়বেন লুইস এনরিকে এবং কিলিয়ান এমবাপ্পে। পিএসজির কোচ হয়ে এনরিকে তার সাবেক ক্লাবের মুখোমুখি হবেন। আর কিছুদিনের মধ্যে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করতে যাওয়া এমবাপ্পে আগেভাগে বার্সাকে তার শক্তিমত্তা জানিয়ে দিতে উন্মুখ হয়ে আছেন।

শেষ পাঁচ ম্যাচের হিসাবে দুই দল সমানে সমান। দুটি করে ম্যাচ জিতেছে দুই দলই। ড্র একটি।