ডর্টমুন্ডের লড়াই ছাপিয়ে জিতলো অ্যাটলেটিকো

প্রথমার্ধে আধিপত্য দেখিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দুটি গোল করেছিল। কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড শেষ দিকে লড়াইয়ের আভাস দেয়। যদিও শেষ হাসি হেসেছে স্প্যানিশ জায়ান্টরা।

বুধবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জার্মানদের হারিয়েছে মাদ্রিদ ক্লাব।

সাত বছরে প্রথম সেমিফাইনাল খেলার হাতছানি নিয়ে ডর্টমুন্ডকে স্বাগত জানায় অ্যাটলেটিকো। শুরু থেকে আক্রমণে গিয়ে অতিথি দলকে ব্যাকফুটে রাখে তারা। 

চার মিনিটে গোলকিপার গ্রেগর কোবেলের ভুলে গোল হজম করে ডর্টমুন্ড। তার ধীরগতির পাস ইয়ান মাতসেনের কাছে যেতেই বল ছিনিয়ে নিয়ে গোল করেন রদ্রিগো ডি পল।

ডর্টমুন্ড বল পাওয়ার জন্য ধুঁকছিল। কিন্তু আরেকটি ভুলের মাশুল তাদের দিতে হয়েছে। রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মাদ্রিদ ক্লাব। স্যামুয়েল লিনো স্কোর ২-০ করেন।

লিনো ভেবেছিলেন ৭৫তম মিনিটে দূরের পোস্ট দিয়ে জালে বল জড়াবেন তিনি। কিন্তু কোবেল চমৎকার প্রচেষ্টায় বল গোলবারের পাশ দিয়ে পাঠান। ছয় মিনিট পর সেবাস্তিয়ান হলার কাট করে ব্যবধান কমিয়ে আনেন। তবে তারা সমতা ফেরাতে পারেনি। শেষ দিকে তাদের দুটি শট পোস্টে লেগে ফিরে আসে।