ম্যানসিটি উড়িয়ে দিলো লুটন টাউনকে। ৫-১ গোলে তারা জিতেছে।
এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে উঠেছে সিটিজেনরা। এক ম্যাচ বেশি খেলে ২ পয়েন্টে এগিয়ে থেকে আর্সেনাল ও লিভারপুলকে পেছনে ফেলে এক নম্বরে তারা।
২ মিনিটে হাল্যান্ডের শট ঠেকাতে গিয়ে ডাইকি হাশিওকা আত্মঘাতী গোল করেন। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ হারালে আর আগাতে পারেনি ম্যানসিটি।
দ্বিতীয়ার্ধে বাকি চার গোল দেয় পেপ গার্দিওলার শিষ্যরা। ৬৪ মিনিটে জুলিয়ান আলভারেজের ক্রস থেকে কোভাচিচ স্কোর ২-০ করেন। হাল্যান্ড ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন, যা এই লিগ আসরে ২০তম গোল।
বার্কলি ৮১ মিনিটে গোল শোধ দেয়। ছয় মিনিটে জেরেমি ডকু আবার ম্যানসিটিকে এগিয়ে দেন। যোগ করা সময়ে জিভার্ডিওল পঞ্চম গোল করেন।